ED Md Salim

ভোট এলেই সক্রিয় হয় ইডি-সিবিআই, মন্ত্রীর অফিসে তল্লাশি প্রসঙ্গে সেলিম

রাজ্য কলকাতা

‘'ভোট এলেই ইডি এবং সিবিআই বিভিন্ন তদন্ত নিয়ে সক্রিয় হয়ে ওঠে। এটা আসলে একটা নাটক।’' 
দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস এবং হোটেলে ইডি‘র হানা প্রসঙ্গে একথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার সকালে ভিআইপি রোডে সুজিত বসুর অফিসে যান ইডি আধিকারিকরা। দুই জায়গায় একসঙ্গে চলছে তল্লাশি। 
উল্লেখ্য ২০২৪’র ১২ জানুয়ারি এই একই মামলায় ১৪ ঘন্টা ধরে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সময় সাংবাদিক সম্মেলন করে সুজিত বসু দাবি করেছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন কিছু বাজেয়াপ্ত করেননি। এই সময়কালে পৌরসভা নিয়োগ দুর্নীতি সুজিত বসুকে তলবও করেনি ইডি।
কেন একুশ মাস পর সুজিতের অফিসে হঠাৎ কেন তল্লাশি? ইডি সূত্রের ব্যাখ্যা, সুজিত বসুর অফিস রয়েছে ভিআইপি রোডে এই তথ্য আগে জানা ছিল না!  
সেলিম মনে করিয়েছেন যে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বর পরীক্ষার পরও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর ‘মালিক’ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির দপ্তরে তল্লাশি করেনি কেন্দ্রীয় কোনও সংস্থা। বিজেপি-ও সে দাবি তোলে না।
এদিকে, রাজ্যের নির্বাচনী আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের ইঙ্গিত, চলতি মাস থেকেই রাজ্যে চালু হতে পারে এসআইআরের কাজ। সেলিম বলেন, ‘এসআইআরের নাম করে কোনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। যারা মৃত যারা, অন্যত্র স্থানান্তরিত হয়েছে তাদের নাম নিয়ম অনুযায়ী বাদ দিতে হবে।’
এদিন সাংবাদিক সম্মেলনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রশংসা করায় প্রধানমন্ত্রীকে মোদীর সমালোচনা করেছেন সেলিম। 
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতানিয়াহুকে অভিনন্দন জানাচ্ছেন। ট্রাম্প এখন বলছে যুদ্ধ থামাতে। মার্কিন মদতেই এই যুদ্ধ চলেছে। গোটা বিশ্ব ইজরায়েলের বিরুদ্ধে পথে নেমেছে। এই দেশে বামপন্থীরা ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে রাস্তায় নেমে। তখন বামপন্থীদের তীব্র আক্রমণ করেছে অন্ধ ভক্তরা।’’
সেলিম বলেন, ‘‘এই নেতানিয়াহুর নির্দেশে গাজায় ৭০ হাজার মানুষকে মেরেছে ইজরায়েলের সেনা। অন্তত ২০ হাজার শিশুকে খুন করা হয়েছে। আর সেই নেতানিয়াহুকে অভিনন্দন জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। এখান থেকেই আরএসএস বিজেপির বিকৃত মানসিকতার বোঝা যায়।’
উল্লেখ্য, সংঘর্ষবিরতি সমঝোতার পরও, নেতানিয়াহু এদিন বলেছেন, হামাসকে নিকেশ না করা পর্যন্ত গাজায় ইজরায়েলের সেনা থাকবে।

Comments :0

Login to leave a comment