৩ মিনিট এবং ৫৫ মিনিট। ম্যাচে ২বার দলকে এগিয়ে দিয়েছিলেন অজয় ছেত্রী এবং ক্লেইটন সিলভা। কিন্তু ২বারই রক্ষণের ভুলে হাতছাড়া হল ব্যবধান। তারফলে ২০২৩-২৪ আইএসএলের প্রথম ডার্বি অমীমাংশিত ভাবে শেষ হল।
আইএসএল ডার্বিতে শনিবার যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এদিন ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় লাল হলুদ। বাঁ প্রান্ত থেকে ক্রস বাড়ান নিশুকুমার। সেই বলে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন অজয় ছেত্রী।
কিন্তু সেই এগিয়ে থাকা দীর্ঘস্থায়ী হয়নি। ১৭ মিনিটে সমতা ফেরান বাগানের আর্মান্দো সাদিকু। লাল হলুদ ডিফেন্ডারদের কার্যত গায়ে নিয়ে সাইড ভলিতে দলকে ম্যাচে ফেরান পূর্ব ইউরোপের এই ফুটবলার।
প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধে ফের ম্যাচের রঙ বদলালেন ক্লেইটন। যদিও সেই ব্যবধান মিটিয়ে দিলেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার পেত্রাতস।
দলের অধিনায়কের গোলে ৫৫মিনিটে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ক্লেইটন সিলভা। কিন্তু ৮৭ মিনিটে দিমিত্রি পেত্রাতসের গোল ম্যাচে ফেরাল মোহনবাগানকে। লালহলুদ রক্ষণের ব্যর্থতার সুযোগে ডার্বিম্যাচের স্কোরশিটে নিজের নাম তুললেন পেত্রাতস।
পরিসংখ্যান বলছে, ২০২০ সাল থেকে আইএসএলে খেলছে ইস্টবেঙ্গল। ৩ মরশুম মিলিয়ে ৬টি ডার্বিতেই হারতে হয়েছিল লাল হলুদকে। কিন্তু এই প্রথম ফেভারিট হয়ে মাঠে নেমেছিল লাল হলুদ বাহিনী। প্রত্যাশা পূরণ প্রায় করেও ফেলেছিল কার্লেস কুয়াদ্রাতের টিম। কিন্তু শেষ অবধি ‘লিড’ ধরে রাখতে না পারার রোগের মাশুল দিতে হল লাল হলুদকে।
মন্তব্যসমূহ :0