DURAND CUP 2025

যুবভারতীতে মোহনবাগানকে হারিয়ে জয় ইস্টবেঙ্গলের

খেলা

জয় ইস্টবেেঙ্গলের। রবিবার যুবভারতীতে অচ্যুত রায়ের ছবি।

অর্পণ সেনগুপ্ত

যুবভারতীর ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল। মোহনবাগানকে হারাল ২-১ গোলে। প্রথমার্ধের শেষে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করেছিলেন ডিয়ামেন্টেকোস । হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। প্রথম দিকে বলের দখল বেশি ছিল ইস্টবেঙ্গলেরই। মোহনবাগান খেলছিল প্রতি আক্রমণে। ১৬ মিনিটে চোটের কারণে ইস্টবেঙ্গল স্ট্রাইকার হামিদকে পরিবর্তন করতে বাধ্য হন কোচ অস্কার। তাঁর পরিবর্তে নামেন ডিয়ামেন্টেকোস। ২৬ মিনিটে এডমান্ড গোল করলেও রেফারি তা বাতিল করে দেন রেফারি তখনও বাঁশি বাজাননি। ৩৩ মিনিটে ডিইয়ামেন্টেকোস গোল করলেও রেফারি তা অফসাইডের জন্য বাতিল করে দেন। আশিস রাই বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডিয়ামেন্টেকোস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আপুইয়ার শট একটুর জন্য বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে দ্বিতীয় গোল করেন সেই ডিয়ামেন্টেকোস। লাল হলুদ এগিয়ে যায় ২-১ গোলে। ৬৭ মিনিটে গোল করে ব্যবধান কমান অনিরুদ্ধ থাপা। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে পরাস্ত করেন ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভ্সুখন গিলকে। গোলের পর আক্রমণের ধার বাড়ালেও গোল শোধ করতে ব্যার্থ হয় সবুজ মেরুন। ডুরান্ডের ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল।

Comments :0

Login to leave a comment