Accident in Purbasthali

ফুল তুলতে গিয়ে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

জেলা

লক্ষ্মী পুজোর দিন সোমবার সকালে ফুল তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় বৃদ্ধার। মৃত পুষ্প ভৌমিকের বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট থানার জাহাননগর গ্রাম পঞ্চায়েতের মাগনপুর গ্রামে। জানা গেছে সকালে বৃদ্ধা নিজের বাড়ির পুজো করার জন্য এস টি কে কে সড়কের পাশে আপনমনে ফুল তুলছিলেন। সেই সময় কালনার দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টাতে গাড়িটিকে আটকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে চালক সহ গাড়িটিতে আটক করে নাদনঘাট থানায় নিয়ে যায়। অন্যদিকে বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Comments :0

Login to leave a comment