Ankita Bhandari Murder

মহিলাকে হত্যার দায়ে বিজেপি’র প্রাক্তন নেতার পুত্রের সাজা উত্তরাখণ্ডে

জাতীয়

উত্তরাখণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুক্রবারও।

অঙ্কিতা ভাণ্ডারি হত্যার ঘটনায় বিজেপি’র প্রাক্তন মন্ত্রীর ছেলেকে দোষী ঘোষণা করল উত্তরাখণ্ডের আদালত। মন্ত্রীর ছেলে এবং হত্যাকাণ্ডে দুই সহযোগীর যাবজ্জীবনের সাজা দিয়েছে আদালত। 
২০২১’র সেপ্টেম্বরে হৃষিকেশের একটি নালায় উদ্ধার হয়েছিল অঙ্কিতার দেহ। তিনি যে রিসর্টে রিসেপশনিস্ট ছিলেন সেটির মালিক বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য।
২০২১’র ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা। ছয়দিন পর ওই এলাকার একটি নালায় তাঁর দেহ মিলেছিল।
তদন্তে পুলিশ জানতে পারে যে পুলকিতের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল অঙ্কিতার। তারপর তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয় নালায়। সৌরভ ভাস্ক এবং অঙ্কিত গুপ্তা নামে দুই সহযোগী সহায়তা করেছিল পুলকিতকে। 
পুলকিত আর্য বিজেপি নেতা এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী বিনোদ আর্যের ছেলে। বিনোদকে পরে বহিষ্কার করে বিজেপি। 
অপরাধীরা প্রভাবশালী হওয়ায় এদিন কোটদ্বারের আদালত চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন