Fire dinhata

অগ্নিকাণ্ড দিনহাটার গোসানিমারি বাজারে

জেলা

অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো দিনহাটার গোসানিমারি বাজার। রবিবার দুপুরে গোসানিমারী বাজারের একটি ভাঙাচূড়ার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহুর্তে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দা এবং দমকলের দুটি ইঞ্জিনের বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই দোকান পুড়ে গেলেও আশপাশের দোকানপাট এবং বাড়িঘর রক্ষা পায়। 
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটার গোসানিমারী বাজারের বিমল চন্দ্র সরকারের ভাঙ্গাচূড়ার পুরোনো জিনিসের দোকানে হঠাৎই আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা সেই আগুন নেভানোর জন্য প্রচেষ্টা চালাতে থাকে। খবর পেয়ে দিনহাটা শহর থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মী এবং সাধারণ মানুষের বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশায় দমকল কর্মী ও সাধারণ মানুষ। দোকানের মালিক বিমল চন্দ্র সরকার বলেন, "এদিন দুপুরে আমার দোকানে আচমকাই আগুন লাগে। সাধারণ মানুষ এবং দমকল কর্মীদের সমবেত প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, "আশপাশে অনেক বাড়িঘর এবং দোকানপাট রয়েছে। এই আগুন যদি ছড়িয়ে পড়তো তাহলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো। এলাকার সাধারণ মানুষ এবং দমকল কর্মীরা সমবেতভাবে এই বিধ্বংসী আগুন প্রতিহত করেছেন। কী ভাবে আগুন লেগেছে তা বুঝতে পারছি না।"

 

Comments :0

Login to leave a comment