রেল ব্রিজের কাছে রেল লাইনের ধারে পড়েছিল সুটকেস। সেই সুটকেস খুলতেই বেরিয়ে এল এক মহিলার দেহ। দক্ষিণ বেঙ্গালুরুরের ওল্ড চন্দাপুরা রেলওয়ে ব্রিজের কাছে হোসুর মেইন রোডের ধারে রেল লাইনের পাশের ঘটনা। পুলিশ জানিয়েছে, মহিলার শরীরে কোনও স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যায়নি। আনুমানিক বয়স ১৮ বছর বা তার বেশি। তাদের প্রাথমিক তদন্তে অনুমান, চলন্ত ট্রেন থেকে এই স্যুটকেস ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তাকে অন্য কোথাও খুন করা হতে পারে। মনে হচ্ছে, খুনের পর অভিযুক্ত ব্যক্তি মৃতদেহটি স্যুটকেসের ভেতরে ভরে রেখেছিল, যাতে এটি কোনও নির্জন স্থানে ফেলে দেওয়া যায়। মনে হচ্ছে মৃতদেহ ভর্তি স্যুটকেসটি চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার সি কে বাবা জানিয়েছেন,‘‘ট্রেন থেকেই স্যুটকেস ছুড়ে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে। যেহেতু শরীরে কোনও স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যায়নি, তাই আমাদের সন্দেহ যে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে, ময়নাতদন্তের পরই আমরা তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে পারব। রেলের অঞ্চলে এই ঘটনা ঘটলে সাধারণত রেল পুলিশের আওতায় থাকে। কিন্তু যেহেতু আমাদের অঞ্চলও এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে, সেই কারণে আমরাও তদন্তে জড়িয়ে পড়েছি। স্যুটকেসে কেবল মৃতদেহ ছিল। কোনও পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি।’’ তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি এবং সূর্যনগর থানায় খুনের মামলা দায়ের করেছি।
Woman's Body Found In Suitcase
বেঙ্গালুরুরে স্যুটকেসে মহিলার মৃতদেহ উদ্ধার

×
Comments :0