আগামী বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক ওভাল স্টেডিয়ামে তেন্ডুলকর - অ্যান্ডার্সন টেস্ট সিরিজের শেষ ম্যাচে নামবে ভারত ও ইংল্যান্ড। সিরিজে আপাতত ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে লিডসে স্টোকসদের জয়ের পর বার্মিংহ্যামে সমতা ফিরিয়েছিল গিলের দল। তৃতীয় টেস্টে লর্ডসে ফের একবার ২২রানে জিতে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। তারপর ড্র হয়েছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের চতুর্থ টেস্ট। পঞ্চম টেস্টেই ভারতের কাছে সুযোগ রয়েছে সিরিজ ড্র করার। তবে এই ওভাল স্টেডিয়ামে ভারতের টেস্ট রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। ১৫টি টেস্ট খেলে ভারত জিতেছে মাত্র ২টি। হেরেছে ৬টি এবং ড্র হয়েছে ৭টি ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারত পাবেনা জসপ্রীত বুমরাকে। তার জায়গায় লর্ডস টেস্টে ভারতীয় বোলিংয়ের নায়ক বাংলা দলের আকাশদীপ সুযোগ পেতে পারেন। এছাড়াও চোট সাড়িয়ে দলে ফিরবেন ঋষভ পন্থ উইকেটরক্ষক ধ্রুব জুরেলের জায়গায়। গত ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করেছিলেন সাই সুদর্শন। তাই তিনিও থাকতে চলেছেন দলে।
অন্যদিকে ইংল্যান্ড দলে সংযোজন হতে পারে চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার জেমি ওভারটনের। এর আগে ২০২২ -এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছেন ওভারটন। ওভারটনের সঙ্গে এই ম্যাচে সংযোজন হয়েছে জ্যাকব ব্যাথেল , জশ টাং ও গুস আটকিন্সনের। কাঁধে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেননা বেন স্টোকস। তার জায়গায় অধিনায়কত্বের ভূমিকা পালন করবেন অলিভ পোপ। ব্রাইডন কার্স , জোফ্ৰা আর্চার ও লিয়াম ডসনরাও খেলতে পারবেননা এই ম্যাচে। ফলে এত গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতির সুযোগ ভারতীয় দল নিতে পারে কিনা সেটাই এখন দেখার ।
ইংল্যান্ডের সম্ভব্য প্রথম একাদশ - জ্যাক ক্রলি , বেন ডাকেট , অলিভ পোপ , জো রুট , হ্যারি ব্রুক , জ্যাকব ব্যাথেল , জেমি স্মিথ , ক্রিস ওক্স , গাস এটকিন্সন , জেমি ওভারটন ও জশ টাং।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - গিল , যশস্বী , কে এল রাহুল , সাই সুদর্শন , ঋষভ পন্থ , রবীন্দ্র জাদেজা , ওয়াশিংটন সুন্দর , শার্দুল ঠাকুর , আকাশদীপ , সিরাজ ও কুলদীপ।
Comments :0