ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৪৪। বোলিং নির্ভর পিচের সুবিধা বেশ ভালোভাবেই নিয়েছে ভারত। শার্দুল ঠাকুর ছাড়া প্রায় সব বোলাররাই নিয়েছেন উইকেট। সিরাজ, বুমরা, অংশূল, ওয়াশিংটনরা উইকেট নিয়েছেন । ব্যাক্তিগত সর্বোচ্চ ১৫০ রান করে টেস্টে নিজের ৩৮ তম শতরান করেন জো রুট। ১৮৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন বেন স্টোকস ( ৭৭ রান ) এবং লিয়াম ডসন ( ২১ রান ) ।
India vs England Test Series
ম্যানচেস্টারে তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রান ইংল্যান্ডের

×
Comments :0