জার্মানিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে প্রথম সোনা জিতল ভারত। পোল ভল্টে দেব মিনার রেকর্ডের পর এবার সোনা এল তীরন্দাজির হাত ধরে । দুই তীরন্দাজি কুশল দালাল ও পর্ণিত কৌর ১৫৭-১৫৪ ব্যবধানে জিতলেন। হারালেন দক্ষিণ কোরিয়াকে। এর আগে এই প্রতিযোগিতায় গত বৃহস্পতিবার টেনিসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বৈষ্ণবী আদকার।
WORLD UNIVERSITY GAMES GERMANY
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে প্রথম সোনা জয় ভারতের

×
Comments :0