রবিবার ওভাল স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনের ম্যাচে নামবে ভারত ও ইংল্যান্ড।ভারতের কাছে রবিবারই শেষ যুযোগ রয়েছে সিরিজে সমতা ফেরানোর। তবে তার আগেই ইতিমধ্যেই এক নয়া রেকর্ড গড়ে ফেলেছে ভারত। বিশ্বের দ্বিতীয় দল হিসেবে যেকোনো এক টেস্ট সিরিজে সর্বোচ রান করে ফেলেছে ভারত। শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১৯৮৯ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৭৭রান করেছিল অস্ট্রেলিয়া। বর্তমানে ভারতের এই সিরিজে রান ৩৮০৯। ১৯৭৮-৭৯ তে ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যাচের টেস্ট সিরিজে ভারত করেছিল মোট ৩২৭০রান। অর্থাৎ নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে ভারত।
চলতি সিরিজে মোট ৫টেস্ট ম্যাচের ১০টি ইনিংসে ভারতের রানসংখ্যা যথাক্রমে - ৪৭১, ৩৬৪, ৪২৭ , ৩৮৭ , ১৭০ , ৩৫৮ , ৪২৫ , ২৪ এবং ৩৯৬। শুভমন গিলের ২৬৯ , ১৬১ । ঋষভ পন্থের শতরানের উপর ভর করেই মূলত এই রেকর্ড স্পর্শ করতে পেরছে ভারত। তবে দলগত বিভাগ ছাড়াও ব্যক্তিগত বিভাগেও রয়েছে আরো একটি রেকর্ড। অধিনায়ক হিসেবে স্বপ্নের দৌড় চলছে শুভমন গিলের। দ্বিতীয় ইনিংসে ১১রান করে আউট হলেও সিরিজে মোট ৭৫৪ রান করেছেন গিল। যেকোনো ভারতীয় হিসেবে কোনো সিরিজে ব্যক্তিগত সর্বোচ রানের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলেন গিল। শীর্ষে রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার রান ৭৭৪। ১৯৭১সালে যা তিনি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এছাড়াও এই ৭৫৪ রান করায় অধিনায়ক হিসেবে কোনো টেস্ট সিরিজে সর্বোচ রানের তালিকাতেও গিল রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন আরেক কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান । ১৯৩৬সালের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন মোট ৮১০রান। ডাব্লিউটিসি বা WTC ( ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ) -র পয়েন্টস টেবিলে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ভারত। তাদের পয়েন্ট ৫৪.১৭। দ্বিতীয় স্থানে ওঠার ক্ষেত্রে এই ম্যাচে জয় বিশেষ দরকার ভারতের। নয়তো এই সমস্ত রেকর্ডই মূল্যহীন হয়ে যাবে ভারতের কাছে।
Comments :0