BWF WORLD CHAMPIONSHIP 2025

অলিম্পিকের মধুর প্রতিশোধ প্যারিসেই নিলেন সিরাজ - চিরাগ জুটি

খেলা

গত বছর প্যারিস অলিম্পিকের কোয়ার্টারে ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসিরাজ ও চিরাগ শেট্টি হেরে গেছিলেন মালয়েশিয়ান জুটি এরোন শিহাও এবং সোহো জুটির কাছে। ২০২৫এ বিডব্লিউএফ ( ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন ) বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে মধুর প্রতিশোধ নিলেন এই ভারতীয় জুটি। মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে প্যারিসের এডিডাস এরিনায় জিতলেন ২১-১২ এবং ২১-১৯ পয়েন্টে । এই জয়ের ফলে ভারতীয় ব্যাডমিন্টনের এই তারকা জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় একটি পদক প্রায় নিশ্চিত করে ফেললেন। এই পদকটি হবে তাদের দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক। শনিবার ভারতীয় সময় রাত ৯:৫০নাগাদ এই প্রতিযোগিতার সেমিফাইনালে এই জুটি নামবে লিউ - চেন জুটির বিরুদ্ধে। তবে মহিলাদের বিভাগে পিভি সিন্ধু হতাশ করেছেন এই প্রতিযোগিতায়। ইন্দোনেশিয়ার কুসুমি ওয়ারদানির বিরুদ্ধে হেরে গেলেন ১৪-২১ , ২১-১৩ , ১৬-২১ পয়েন্টে।   

Comments :0

Login to leave a comment