আগামী ২৮আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে দিলীপ ট্রফি প্রতিযোগিতা। প্রথম দিন রয়েছে দুটি ম্যাচ। বিসিসিআই ( বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইনি ইন্ডিয়া ) ক্রিকেট অফ এক্সিলেন্স স্টেডিয়ামে প্রথম ম্যাচে নামবে শুভমন গিলের নর্থ জোন এবং ইশান কিষানের ইস্ট জোন। ঐদিনই দ্বিতীয় ম্যাচে নামবে ধ্রুব জুরেলের সেন্ট্রাল জোন এবং রংসেন জোনাথনের নর্থইস্ট জোন। দুটি ম্যাচই হবে সকাল ৯:৩০টা থেকে। তবে প্রথম ম্যাচে ইশান কিষানের নাম নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত মাসে নটিংহ্যামশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন ইশান। সেই চোট এখনো না সারায় এই ম্যাচে সম্ভবত নাও খেলতে পারেন তিনি। সেক্ষত্রে নর্থ জোনের বিরুদ্ধে ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব বর্তাতে পারে সহ অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণের উপর। এছাড়াও ইংল্যান্ড টেস্ট সিরিজের অন্যতম সেরা বোলার নর্থ জোনের আকাশদীপকেও বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। আকাশদীপের জায়গায় সুযোগ পেতে পারেন আসামের মোখতার হুসেন। অভিমূন্যের অধিনায়কত্বের পর সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন রিয়ান পরাগ।
DULEEP TROPHY
দিলীপ ট্রফির প্রথম ম্যাচে সম্ভবত নেই ইশান কিষান

×
Comments :0