CITU AIAWU AIKS

শ্রমিক কৃষক খেতমজুর ইউনিয়নের যৌথ কনভেনশন দিল্লিতে, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

জাতীয়

দিল্লিতে হরকিষান সিং সুরজিত ভবনে সিআইটিইউ, কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের যৌথ কনভেনশন।

কর্পোরেট-সাম্প্রদায়িক আঁতাতের বিরুদ্ধে লড়াই করার জন্য শ্রমিক-কৃষক ঐক্যকে শক্তিশালী করতে হবে। দিল্লিতে হরকিষান সিং সুরজিত ভবনে সিআইটিইউ, কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের যৌথ কনভেনশনে একথাই বললেন নেতৃবৃন্দ।  শ্রমিক, কৃষক এবং খেতমজুরদের ঐক্যবদ্ধ করে সংগ্রাম তৈরী করতে হবে। প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের জায়নবাদী হামলার বিরুদ্ধেও লড়াইয়ের বার্তা দেওয়া হয় এদিন।

এই কনভেনশনে ভারতের ইজরায়েলকে প্রকাশ্য সমর্থনেরও নিন্দা জানানো হয়। প্যালেস্তাইনের মুক্তি আন্দোলনের সমর্থনে দেশজুড়ে সংহতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থনে ইজরায়েল যে গণহত্যা চালাচ্ছে প্যালেস্তাইনে তার বিরুদ্ধে একটি প্রস্তাবও পাস করা হয়। ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশে শুল্কের বোঝা চাপাচ্ছে আমেরিকা। অন্যদিকে ইজরায়েলকে আর্থিক ও সামরিক সাহায্য করে চলেছে প্রায় দু বছর ধরে। নির্বিচারে খুন করা হচ্ছে শিশু ও নারীদের। প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে প্যালেস্তাইনে। এর বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ সংগঠিত হচ্ছে গোটা পৃথিবী ব্যাপী। খোদ ইজরায়েলে প্রতিবাদের মুখে পড়েছে নেতানিয়াহু প্রশাসন।

আমাদের দেশে গত ৯ জুলাই সাধারণ ধর্মঘটের মেজাজ ছিল অদম্য। একদিকে কর্পোরেট পুঁজি অন্যদিকে ধর্মীয় বিভাজন তার বিরুদ্ধে মেহনতি মানুষ সোচ্চারে রাস্তায় নেমেছিলেন। এই লড়াইয়ের ধারাকে বজায় রাখতে হবে।

Comments :0

Login to leave a comment