DURAND CUP 2025

আইএসেএলের প্রস্তুতি হিসেবেই ডুরান্ডকে দেখছেন মলিনা

খেলা

রবিবার মোহনবাগান ক্লাবের প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন কোচ মলিনা। এই মরশুমে প্রথমবার মোহনবাগান ডাগআউটে থাকতে চলেছেন জোসে মলিনা। সোমবার ডুরান্ডে বিএসএফের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। প্রথম ম্যাচে মহামেডানকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে লিস্টনদের। প্রেস কনফারেন্সে মলিনা বলেন ' আমি একজন কোচ। আমার সবসময়তেই লক্ষ্য দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমরা সবরকম পরিস্থিতির জন্যই তৈরী। আশা করছি লিগ হবে । গতবার নর্থইস্টের কাছে হেরে রানার্স হয়েছিল মোহনবাগান। তবে এবার আর সেপথে যেতে চাননা মলিনা। এই বিষয়ে তিনি বলেন ' এই মুহূর্তে আমরা ডুরান্ড কাপে ভাল পারফর্ম করতে চাই। এরপর রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। আমরা সবাই নিজেদের সেরাটা দিতে চাই ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে  । এই দলের সবাই আমার দৃষ্টিভঙ্গি ও দর্শনের ব্যপারে জানে '। সদ্য দলে যোগ দিয়েছেন দুই বিদেশী ডিফেন্ডার টম ও আলবার্তো। সোমবারের ম্যাচের জন্য এই দুই ডিফেন্ডারদের নাম নথিভুক্ত করা হয়েছে ডুরান্ড কাপে। তবে তাদের দলে খেলাবেন কিনা সেই ব্যাপারে কিছুই খোলসা করেননি মলিনা।

পাশে বসা ডিফেন্ডার টম বলেন ' গতবারে আমি আর আলবার্তো দুইজনেই নতুন ছিলাম। একে অপরকে চিনতাম না । তবে এই মরশুমে আর সেই সমস্যা হবেনা। মাঠ এবং মাঠের বাইরে আমরা দুইজনেই খুব ভালো বন্ধু ' । টম এও জানান যে, অফ সিজন তিনি সপ্তাহে প্রায় ৬ দিন অনুশীলন করতেন নিজেকে ফিট রাখার জন্য। অর্থাৎ সঙ্গী আলবার্তোর সঙ্গে জুটি বেঁধে আবারো নতুন মরশুমে সাফল্য পেতে মরিয়া টম অ্যালড্রেড।

Comments :0

Login to leave a comment