অবসর ঘোষণা করলেন কলকাতা নেইট রাইডার্স দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিত। কেকেআরের তরফ থেকে সরকারীভাবে ঘোষণা করা হয়েছে এই অবসরের ব্যাপারে। ২০২২ সালের আগস্টে এই দলের কোচ হয়েছিলেন চন্দ্রকান্ত। ২০২৪ - এ তার কোচিংয়েই তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি জেতে নাইটরা। তবে এই বছর কেকেআরের খেলা মোটেও আশাপূরন করতে পারেনি। প্লে অফেও জায়গা করতে পারেনি তারা। রাহানের নেতৃত্বাধীন দল মাত্র ৫ টি ম্যাচে জয় পেয়েছিল। ফলে চন্দ্রকান্ত কোচ থাকবেন কিনা সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা।
অবসরের পর কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে ' আমরা চন্দ্রকান্তের কাছে কৃতজ্ঞ। ২০২৪ এ চ্যাম্পিয়ন হতে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । তার শৃঙ্খলা ও নেতৃত্ব আমাদের দলের সঙ্গে চিরকালই থেকে যাবে ' ।
Comments :0