WEATHER

ফের নিন্মচাপের ভ্রুকুটি, ভারী বর্ষণ উত্তর থেকে দক্ষিণে

রাজ্য কলকাতা

বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরী হয়েছে। কিন্তু সেই নিম্নচাপের পশ্চিমবঙ্গের উপর সরাসরি কোনও প্রভাব নেই। তবে সক্রিয় বর্ষা এবং তীব্র আর্দ্রতার জন্য উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। দুর্গোৎসবের সময় বৃষ্টি হবে কি না তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে আশঙ্কা করে হচ্ছে উৎসবের সময় ভিজতে পারে দক্ষিণবঙ্গ। 
 
আগামী সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিঙ, কালিংপঙ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।  

উত্তরের পাশাপাশি দক্ষিন বঙ্গেও চলবে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে শনিবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। মুর্শিদাবাদ, নদীয়া পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি  হবে দক্ষিণের সব জেলায়। বুধবার থেকে বৃষ্টি কমতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। 
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন