ডাব্লিউ টিটি বা WTT ( ওয়ার্ল্ড টেবিল টেনিস ) কন্টেনডরের ফাইনালে প্রবেশ করলেন ভারতের মানুষ শাহ। ব্রাজিলের ইভেন্ট ফোজ ডু ইগাসু-তে মিক্সড এবং মেন্স ডাবলসের ফাইনালে উঠলেন মানুষ। মানুষ শাহ তার সঙ্গী মানব ঠাক্কারকে নিয়ে মানুষ হারালেন চাইনিজ তাইপেয়ের জুটি হুয়াং ইয়ান চেং এবং কুয়ো গুয়ান হংকে সেমিফাইনালে। শনিবারের ফাইনালে এই জুটি মুখোমুখি হবে জার্মান জুটি বেনেডিক্ট ডুডা ও ড্যাং কিউইয়ের। মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছে মানুষ ও দিয়া চিতালের জুটি। তিউনিশিয়ায় এই জুটিই শিরোপা জিতেছিল বছরের শুরুতে। তারা মুখোমুখি হবে জাপানিজ জুটি এইডা ও হনোকা হাশিমোতোর।
WTT Contender Foz do Iguacu
বিশ্ব টেবিল টেনিস কন্টেন্ডারের ফাইনালে ভারতের মানুষ শাহ

×
Comments :0