কলকাতায় কোনও রাজনৈতিক দলের প্রদেশ দপ্তরে ঢুকে হামলা করার সাহস বিজেপি পায় কোথা থেকে?
শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে বিজেপি’র হামলার পর এই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেন, দুষ্কৃতী বাহিনী সংবাদমাধ্যমকে ডেকে হামলা করল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লাগালো। এত সাহস পায় কোথা থেকে।
MD Salim
বিজেপি এত সাহস পায় কোথা থেকে? প্রশ্ন সেলিমের
×
Comments :0