CBI MINAKSHI MUKHERJEE

সিবিআই দপ্তরে গেলেন মীনাক্ষী মুখার্জি

রাজ্য

তদন্তে সহযোগিতার জন্য ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে দেখা করার অনুরোধ জানিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সিবিআই দপ্তরে দেখা করতে গেলেন মীনাক্ষী মুখার্জি। 
আজ সকাল ১১ টা নাগাদ সিবিআই দপ্তরে যান মীনাক্ষী। 
আর জি কর হাসপাতালে চিকিৎসকছাত্রীর খুন ও ধর্ষণের তদন্ত করছে সিবিআই। বিভিন্ন সংগঠনের মতো ডি ওয়াই এফ আই  বিচারের দাবিতে আন্দোলনে লাগাতার ধরনা অবস্থান চালিয়ে যাচ্ছে। ৯ই আগস্ট যেদিন দেহ পাওয়া গিয়েছিল আরজি কর হাসপাতালে সেদিন বিকেলে অতি দ্রুত দেহের শেষকৃত্যের জন্য তড়িঘড়িত করছিল পুলিশ। সেই সময়ে শববাহী গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিয়েছিলেন ছাত্র যুব আন্দোলনের নেতা এবং কর্মীরা। মীনাক্ষী মুখার্জী, কলতান দাশগুপ্ত ছিলেন সামনের সারিতে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন