DURAND CUP 2025

দুর্বলতা কাটিয়ে উঠে ডার্বি জিততে মরিয়া মলিনা

খেলা

রবিবার ১৭ আগষ্ট মরশুমের দ্বিতীয় ডার্বিতে নামবে  মোহনবাগান। তার আগের দিন শনিবার নিজেদের মাঠে অনুশীলন সারল মোহনবাগান দল। অনুশীলনের আগে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোচ মলিনা। তিনি বলেন ' আমদের অনুশীলন কিছুটা দেরিতে শুরু হয়েছিল। তাই আমরা এখনও ফুল ফিট নোই। তবে আমরা তৈরি । রবিবারের ম্যাচে ইস্টবেঙ্গলের  রশিদ না থাকায় তা অ্যাডভান্টেজ কিনা সেই প্রশ্ন মলিনা বলেন ' কালকের ম্যাচে নেই তাতে ইস্টবেঙ্গলের সমস্যা হওয়ারও কথা নয়। ওদের আরো অনেক বিদেশীরা রয়েছে। এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ নয়। আমার মনে হয় আমাদের থেকে আরো ৭-৮ দিন ওরা বেশি অনুশীল করেছে। এটা ওদের কিছুটা এগিয়ে রাখবে। এটা ডুরান্ড কাপ। প্রি সিজন টুর্নামেন্ট। কিন্তু এখনই সেরা ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলকে দেখা যাবেনা।  আমরা জানি যে আমরা কোথায় আছি। আমরা আমাদের সেরাটা দিয়েই ওদের হারাতে চাই ' । ডার্বিতে সকল সকর্থকদেরই  আশা থাকে জেতার জন্য । সমর্থকের চাপ এবং ভালোবাসা নিয়ে মলিনা বলেন ' শেষ ৩-৪ দিন ধরেই সবাই আমায় বলছে ডার্বি জেতার কথা। আমি জানি যে সবাই খুব আশা করে রয়েছে। আমি জানিনা যে ইস্টবেঙ্গল দল কতটা শক্তিশালি দল '। ত সুহেল, টম অনুশীলন করছেন পুরোদমে। তাই রবিবারের ম্যাচে তাদের খেলার সম্ভাবনা রয়েছে । শুভাশীষ , মনবির , কিয়ান অনুশীলন করেননি। তাই রবিবারের ম্যাচে তারা খেলবেন কিনা সেই ব্যাপারে ধোঁয়াশা রাখলেন মলিনা। গত শুক্রবারই এসিএল ২ - র  সূচি প্রকাশ করা হয়েছে।১৬ তারিখ প্রথম ম্যাচে মোহনবাগান নামবে । মলিনা এই প্রসঙ্গে বলেন ' চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সহজ খেলা হবেনা।  প্রতিপক্ষ ও সহজ হবেনা। তবে আমি খুব আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করার জন্য ' । কিছুক্ষণ আগের ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্সে লাল হলুদ কোচ অস্কার ব্রুজন  বলেছিলেন যে ,  মোহনবাগানের দুর্বলতা সম্পর্কে তিনি ভালোমতই অবগত। এই বিষয়ে প্রশ্ন করা হলে মলিনা বলেন ' আমরা পারফেক্ট নই। দুর্বলতা আমদেরও রয়েছে। উনি ভালো কোচ। তাই প্রতিপক্ষের দুর্বলতা জানাটা তার কর্তব্য। আমিও ওদের দুর্বলতা জানি ' । গত কয়েক মরশুম ধরেই ডার্বিতে দারুণ পারফর্ম করছেন দিমিত্রি পেট্রাটস। তার খেলার ব্যাপারে মলিনা জানিয়েছেন যে , দিমি খানিকটা খেলার জন্য ফিট ।

পরবর্তীতে জ্যাসন কামিংস প্রেস কনফারেন্সে এসে বলেন ' ডার্বি এশিয়ার সেরা ম্যাচ। এটা আমাদের জন্য বড় ম্যাচ। এটা আমার তৃতীয় মরশুম। আমি তৈরি। মণবীর সেরা খেলোয়াড়। ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে আমাদের দল খুবই ভালো। অনেক অপশন রয়েছে '। প্রতিপক্ষ দলের দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন ' ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা ভাবতে চাইনা। আমরা আমাদের নিজেদের দল নিয়েই ভাবতে চাই '। ডার্বিতে তার গোল রয়েছে এবং তার রেকর্ডও যথেষ্টই প্রশংসনীয়। এ বিষয়ে তিনি বলেন ' এটা একটা বড়ম্যাচ। আমি যবে থেকে এসেছি ডার্বিতে আমরাই জিতেছি। তাই কালকের ম্যাচে আমরাও ফেভারিট  । আমরা সবাই ফিট হওয়ার জন্য আরো অনেক বেশি পরিশ্রম করছি এবং জিমে যাচ্ছি।  অর্থাৎ সবমিলিয়ে গোটা সবুজ মেরুন বাহিনি ডার্বিতে নামার আগে পুরোদস্তুর প্রস্তুতি নিয়েই মাঠে নামবে।

Comments :0

Login to leave a comment