রবিবার মরশুমের দ্বিতীয় ডার্বিতে নামবে মোহনবাগান। কল্যাণীর ডার্বিতে ৩-২ গোলে হারতে হয়েছিল কিয়ানদের। তবে রবিবার পুরো দলকেই পাবেন মলিনা। মনবীর, সুহেল , শুভাশিষদের খেলার সম্ভাবনা কম থাকলেও হাতে প্রচুর অপশন রয়েছে মলিনার। রক্ষণে রবিবার শুরু থেকেই দুই বিদেশী টম ও আলবার্তোর খেলার সম্ভাবনা রয়েছে। রাইট ব্যাকে আশীষ রাই ও লেফট ব্যাকে খেলবেন অভিষেক টেকচাঁদ সিং। আপুইয়া ও থাপার কাছে দায়িত্ব থাকবে মাঝমাঠকে নিয়ন্ত্রণ করার। ডানদিকের রাইট উইংয়ে শুরু করতে পারেন পাসাং দর্জি তামাং ও লেফট উইংয়ে এই প্রতিযোগিতার এখনও অব্দি সেরা খেলোয়াড় লিস্টন কোলাসো। আক্রমণে সাহাল স্ট্রাইকারের কিছুটা পিছন থেকে খেলবেন এবং গোল করার দায়িত্ব থাকবে জেমি ম্যাকলারেনের কাছে। অর্থাৎ গত ম্যাচ থেকে শুধুমাত্র রক্ষণভাগেই পরিবর্তন আনবেন মলিনা। তবে চিন্তার জায়গা মোহনবাগানের রাইট ব্যাক পজিশন। আশীষ রাই যতটা ওভারল্যাপে উঠতে সক্ষম ততটা নামতে সক্ষম নন। সেই দিকে খেলবেন ইস্টবেঙ্গলের বিপিন সিং। তাই এই জায়গাটাতে বাড়তি গুরুত্ব দিতেই হবে মলিনাকে। গত কয়েক মরশুম ধরে ডার্বির নায়ক দিমিত্রি পেট্রাটসকে মলিনা দ্বিতীয়ার্ধে ব্যবহার করতে পারেন। নামতে পারেন জ্যাসন কামিংসও। কয়েক মরশুম ধরে প্রায় একই দল ধরে রাখার সুফল পেয়ে যাচ্ছে সবুজ মেরুন। তাই এই দলের প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়া রয়েছে চরম পর্যায়ে। তবে এই ম্যাচে মানসিক চাপ নিয়ে যারা খেলতে পারবে তারাই বাজিমাত করবে। তাই নিজেদের দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠেই ফের একবার যুবভারতীকে ' মোহনভারতী ' গড়ে তুলতে চায় মোহনবাগান।
ডার্বিতে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল , টম, আলবার্তো, আশীষ, অভিষেক , থাপা, আপুইয়া , পাসাং, লিস্টন , সাহাল ও ম্যাকলারেন।
Comments :0