যুবভারতীতে ডুরান্ড কাপের ম্যাচে মহামেডানকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। প্রথমার্ধে এগিয়ে ছিল মোহনবাগান। মহামেডানের বিরুদ্ধে ১-০ এগিয়ে ছিল মোহনবাগান। ৯ মিনিটের মাথায় মহামেডানের সিমসনের বুদ্ধিদীপ্ত ফ্রি কিকটি পোস্টে লেগে ফিরে আসে। পর মুহূর্তেই থাপার সেন্টার থেকে সুহেলের শটটিও প্রতিহত হয় পোস্টে লেগে। ম্যাচের ১০ মিনিট থেকেই চাপ সৃষ্টি করছিল মহামেডান। কিছুটা চাপে পড়ে যাচ্ছিল মোহনবাগান গোলরক্ষক বিশাল। প্রথম ম্যাচে মোহনবাগানের লেফট ব্যাক অভিশেক সিং বেশ নজরকাড়া ফুটবল খেলছেন। বেশ কয়েকটি আক্রমণ দক্ষতার সঙ্গেই রুখে দিচ্ছিলেন। ২৩ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ২৭ মিনিটে কিয়ানের শটও পোস্টে লেগে প্রতিহত হয়। ৪৩ মিনিটের মাথায় বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে ঝামেলার কারণে রেফারি সরাসরি লাল কার্ড দেখান মোহনবাগানের আপুইয়াকে ৪৩ মিনিটে।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোল শোধ দেন মোহামেডানের অ্যাশলে গোলি। গোলটি দেওয়ার পর খেলার গতিপ্রকৃতি পুরো ঘুরে যায় মহামেডানের দিকে। প্রথমার্ধে আপুইয়ার মতো মাঝমাঠের খেলোয়াড়ের লাল কার্ড হওয়ায় মাঝমাঠে মোহনবাগানের ব্লকিংয়ের অভাবকে কাজে লাগাতে থাকে মহামেডান। তবে একটি প্রতিআক্রমণ থেকে ৬৩ মিনিটে লিস্টনের পাস থেকে গোল করে ফের মোহনবাগানকে এগিয়ে দেন সুহেল ভাট। ম্যাচের শেষের দিকে ৯০+৫ মিনিটের মাথায় মহামেডান অধিনায়ক দীনেশ মিতেই বক্সে লিস্টনকে ফাউল করায় পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করে কফিনের শেষ পেরেকটি পুঁতে দেন লিস্টন। ৩-১ গোলে ফের এক ডার্বি জিতেই ডুরান্ডে অভিযান শুরু করল মোহনবাগান।
Comments :0