দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা কমলেও, ভারী বৃষ্টির জেরে ভাসতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলি। আবহাওয়া দপ্তরের তরফে লাল সতর্কতা জারী করা হয়েছে।
ঘূর্ণবাত ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে সরে গেছে। সাথে দোসর মৌসুমী অক্ষরেখা যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিঙ বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে। মঙ্গলবার থেকে কমতে পারে বৃষ্টির দাপট। কিন্তু দক্ষিণবঙ্গের মত বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরেও।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান বীরভূম , মুর্শিদাবাদ, নদীয়া , দুই বর্ধমান সহ উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
Comments :0