DURAND CUP 2025

আলাদিনের দ্যুতিতেই দীপ্তবান নর্থইস্ট ফের জিতল ডুরান্ড কাপ

খেলা

শেষ কবে এইরকম কোনো একপেশে ফাইনালে যুবভারতী দেখেছে তা মনে করা বেশ কঠিন। সেরকমই এক ম্যাচ খেলল নর্থইস্ট। প্রথমার্ধ ঠিক যেখান থেকে শেষ করেছিল দ্বিতীয়ার্ধের শুরুটাও সেখান থেকেই করল নর্থইস্ট। আলাদিনের বা প্রান্ত থেকে দৌড়ে বিপক্ষকে পরাস্ত করে বাড়ানো গড়ানে সেন্টারটি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান থৈ সিং। ম্যাচের বয়স তখন ছিল ৪৯ মিনিট। নর্থইস্ট রক্ষণ মাঝেমধ্যেই ভুল করছিল। তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে ব্যার্থ হচ্ছিল কিবুর দল ডায়মন্ড। যত ম্যাচ গড়াচ্ছিল অনভিজ্ঞতার অভাবই যেন স্পষ্ট হচ্ছিল যুবভারতীর একপেশে ফাইনালে। ম্যাচের ৬৮ মিনিটে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিল ডায়মন্ড হারবার। গোল করে ব্যবধান কিছুটা কমিয়েছিলেন । তবে ম্যাচে তার কোনো প্রতিফলনই পড়ল না। আরো গোল এল ম্যাচের শেষের দিকে। আলাদিন আজাইরেই এই গোটা প্রতিযোগিতা জুড়ে সেরা ফুটবল খেলে গেলেন। চতুর্থ গোল এবং পঞ্চম গোলটির ক্ষেত্রেও বা দিক থেকে করা তাঁর সেন্টারগুলোর জন্য । গতিতে বিপক্ষ ডিফেন্ডারদের হারিয়ে ঠিকানা লেখা পাসগুলি থেকে গোল করেন জায়রো ম্যাচের ৮১ মিনিটে। তারপর ৮৬ মিনিটে পঞ্চম গোল দেন গাইতান। ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে কফিনে শেষ পেরেক পুঁতে দেন আলাদিন। ৬-১ গোলে একপেশে এই ফাইনালে জিতে পর পর দুইবার ডুরান্ড কাপ জিতল নর্থইস্ট ইউনাইটেড এফসি। গত বছর মোহনবাগান এবং এই বছর ডায়মন্ড হারবারকে হারিয়েই চ্যাম্পিয়ন হল জন আব্রাহামের দল।  চ্যাম্পিয়ন হতে না পারলেও ডায়মন্ড দল দুই প্রধানকে হারিয়ে ফাইনালে উঠেছিল। এদিন ফাইনালের পর সেই ফলাফলও আশ্চর্যের! তবে এদিন বাংলা ফুটবল তাকিয়ে ছিল তাদেরই দিকে। তবে শেষ হাসি হাসতে পারলেন না কিবু ভিকুনা।

Comments :0

Login to leave a comment