রবিবার ফের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও রয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ তিন বাহিনীর প্রধানরা।
জানা যাচ্ছে রবিবার দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়। শনিবার সংঘর্ষ বিরতি পর আজ উচ্চপর্যায়ের বৈঠক হচ্ছে। সংঘর্ষ বিরতি ঘোষণার পর রাজস্থান, পাঞ্জাব ও জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় তা লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান। সংবাদ সংস্থা জানিয়েছে শনিবারই অজিত দোভালের সঙ্গে কথা চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই’র। সংঘর্ষবিরতির পক্ষে মত দিয়েছে চিন। ভারতীয় বায়ু সেনার তরফে জানানো হয়েছে 'অপরেশন সিঁদুর' এখনো জারি রয়েছে। রবিবার পাঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথ তল্লাশি অভিযানে এক গ্রাম থেকে ২.৭ কেজি বিস্ফোরক, ২টো হ্যান্ড গ্রেনেড, ২ ডিটোনেটর, ২টো পিস্তল, ৪ ম্যাগাজিন এবং আইইডি সার্কিট উদ্ধার করা হয়েছে।
শনিবার দু’দেশের সেনার ডিজিএমও স্তরে কথা হওয়ার পর বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি জারি হওয়ার সিদ্ধান্ত জানান বিদেশ সচিব বিক্রম মিসরি। ১২ মে ফের দু’দেশের সেনার মধ্যে পর্যালোচনা বৈঠক হবে।
তবে ভারত বা পাকিস্তান ঘোষণা করার আগেই সংঘর্ষ বিরতি হচ্ছে বলে জানিয়ে দেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
NARENDRA MODI
ফের বৈঠকে প্রধানমন্ত্রী, জারি অপারেশন বললো বায়ু সেনা

×
Comments :0