আমেরিকার রাষ্ট্রপতির মুখোমুখি হওয়ার সাহস নেই নরেন্দ্র মোদীর। ভারত পাকিস্তান সংঘাত সম্পর্কে মিথ্যে কথা বলেছেন ট্রাম্প। নালন্দায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে বৃহস্পতিবার এই অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর জন্যই সংঘর্ষ বিরতি হয়েছে। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল গোটা দেশে।
এদিন রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করে বলেছেন, "মোদীর ঘনিষ্ঠ বৃহৎ কর্পোরেটরা বিহারের যুবকদের চাকরি দিতে পারছে না। গত লোকসভা নির্বাচনের সময় 'ভোট চুরি'র মাধ্যমে এনডিএ সরকার গঠন করেছিল। আম্বেদকরের রচিত সংবিধান ধ্বংস করছেন প্রধানমন্ত্রী।"
রাহুল গান্ধী আরও বলেন, "যদি বিহারে ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় আসে, তাহলে এটি কৃষক, শ্রমিক, দলিত এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণির সরকার হবে। যেখানে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে।"
তিনি বলেন, "কেন্দ্র এবং বিহার সরকারের নীতির কারণেই যুবকরা কর্মসংস্থানের জন্য অন্যান্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। মহাগঠবন্ধনের সরকার ক্ষমতায় এলে নালন্দায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় তৈরি হবে।"
Comments :0