Durgapur rape case

দুর্গাপুর ধর্ষণের ঘটনায় চার্জশিট পেশ পুলিশের

জেলা

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ মামলায় ঘটনার ২০ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিলো পুলিশ। দুর্গাপুর মহকুমা আদালতে এই গণধর্ষণের মামলা চলছিল। পেশ করা  চার্জশিটে নির্যাতিতার সহপাঠীরও নাম রয়েছে বলে আদালত সূত্রে খবর।

গত ১০ অক্টোবর রাতে সহপাঠীর সাথে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ধর্ষণের শিকার হন ওডিশা থেকে আসা ওই পড়ুয়া। ঘটনায় নির্যাতিতার সহপাঠী সহ কলেজ লাগোয়া গ্রামের থেকে পাঁচ অভিযুক্তককে গ্রেফতার করা হয়। কয়েকদিন আগেই উপ-সংশোধনাগারে টিআই প্যারেডে অংশ নিয়ে অভিযুক্তদের সনাক্ত করে ওই ছাত্রী। পাশাপাশি মূল অভিযুক্তকেও চিহ্নিত করেন তিনি। এমনকি ঘটনার রাতে কার কী ভূমিকা তাও উল্লেখ করেন তিনি।তারপরই এদিন ঘটনার ২০ দিনের মাথায় দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করে আসানসোল- দুর্গাপুর পুলিশ।  চার্জশিটে সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণ, তিন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণে সহয়তা, বাকি দুজনের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের ধারায় মামলা করা হয়েছে। এবার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানানো হয় আদালতের তরফে।

এই প্রসঙ্গে সরকারি আইনজীবী বিভাষ চ্যাটার্জী বলেন, "দ্রুত গতিতে তদন্ত চালিয়ে চার্জশীট গঠন করা হয়েছিল। এটা দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারাটের সাফল্য। আমরা আশাবাদী, দু-মাসের মধ্যে ট্রায়েল পর্ব শেষ করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে।"

Comments :0

Login to leave a comment