Sinquefield Cup 2025

গুকেশকে হারালেন প্রজ্ঞানন্দ

খেলা

সেন্ট লুইস মিসৌরিতে দাবায় প্রজ্ঞানন্দ হারালেন দেশজ গুকেশকে। সিঙ্কিউফিল্ড কাপ প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিলেন এই দুই ভারতীয় তরুণ গ্র্যান্ডমাস্টার। প্রজ্ঞানন্দ খেলছিলেন সাদা ঘুঁটিতে। গোটা ম্যাচেই বেশ ছন্দহীন লেগেছিল গুকেশকে। প্রজ্ঞানন্দের ৩৬ তম দানের আগেই গুকেশ রিসাইন করে দেন। গুঁকেশ তার সম্ভাবনা ম্লান হয়ে আসার আভাস অনেক আগে থাকতেই হয়তো পেয়ে গিয়েছিলেন। এই জয়ের ফলে বিশ্ব র‍্যাংকিংয়ে প্রজ্ঞানন্দ জায়গা করে নিলেন তৃতীয় স্থানে। এই প্রতিযোগিতার অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের লেভন অ্যারিনিয়ান হারিয়ে দিয়েছেন উজবেকিস্তানের নডিবেককে। দ্বিতীয় রাউন্ডে গুকেশ খেলবেন নডিবেকের বিরুদ্ধে এবং প্রজ্ঞানন্দ খেলবেন কারুয়ানার বিরুদ্ধে। দুইজনেই শুরু করবেন সাদা ঘুঁটি দিয়ে। গত ২৬ এপ্রিল থেকে গ্র্যান্ড চেস ট্যুর শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতাও এই ট্যুরেরই অংশ। প্রজ্ঞানন্দ এবং লেভন ১ বার করে এই প্রতিযোগিতায় জয়লাভ করেছেন । গ্র্যান্ড চেস ট্যুর শেষ হবে আগামী ৪ অক্টোবর।

Comments :0

Login to leave a comment