সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য বিভাগের অধ্যক্ষ জাফর আলি আখান নিজেই পরলেন ‘জয় বাংলা’ লেখা তৃণমূল ছাত্র পরিষদ লেখা পাঞ্জাবি! পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য এই অধ্যক্ষ চিঠিও দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তকে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েও চিঠি দিয়েছিলেন তিনি।
অধ্যক্ষের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এসএফআই।
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার রানি রাসমণি রোডে সমাবেশ ছিল। এদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা ছিল। তৃণমূল এবং রাজ্য সরকারের চাপের মুখেও পরীক্ষা পিছায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বিঘ্নেই হয়েছে পরীক্ষা।
সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য বিভাগের অধ্যক্ষ তৃণমূল ছাত্র পরিষদ লেখা পোশাক বিতরণ করেন নিজেই। তিনি নিজেও সেই পাঞ্জাবি পরেছিলেন। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন কলেজের মধ্যেই সদস্যদের হলুদ উত্তরীয়, টি-শার্ট, পাঞ্জাবি বিতরণ করা হয়।
এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, "রাজনীতি করার অধিকার সবার আছে। মনে রাখতে হবে যে এই অধ্যক্ষই চিঠি লিখেছিলেন পরীক্ষা না নেওয়ার জন্য।’’
প্রণয় বলেন, ‘‘এই অধ্যক্ষই ছাত্রদের পরীক্ষা বন্ধ করে করে প্রতিষ্ঠা দিবস পালন হবে এবং তাতে মদত দেবেন অধ্যক্ষ, তা মেনে নেওয়া যায় না। তৃণমূল আদতে গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে চাইছে। শিক্ষকদের জগ ছুঁড়ে মারা থেকে কলকাতা বিশ্ববিদ্যায়ের উপাচার্যকে কুরুচিকর আক্রমণ, এটিই তৃণমূলের সংস্কৃতি।’’
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শান্তা দত্ত এদিনও বলেছেন যে প্রতিষ্ঠানের গোটা সিন্ডিকেট এই সিদ্ধান্তের পক্ষে থেকেছে। উচ্চশিক্ষা দপ্তর থেকে চাপ এসেছে। শিক্ষা মন্ত্রীর প্রতিনিধি ওমপ্রকাশ মিশ্র সিন্ডিকেট বৈঠকে অংশ নেন। ওইদিনও তর্কাতর্কি হয়। মুখ্যমন্ত্রীর অনুরোধ রেখে পরীক্ষা পিছাতে বলেন ওমপ্রকাশ মিশ্র। তারপর ভোট হয়। সিন্ডিকেটের সবাই এই দিনই পরীক্ষার পক্ষে মত দেন।
CU EXAM TMCP
অধ্যক্ষের পরণে তৃণমূলের পাঞ্জাবি! চাপের মুখে নির্বিঘ্নেই পরীক্ষা কলকাতায়

×
Comments :0