Pritish Nandy

প্রযোজক প্রীতীশ নন্দী প্রয়াত

জাতীয়

চলচ্চিত্র প্রযোজক, লেখক প্রীতীশ নন্দী প্রয়াত হয়েছেন। তাঁর পরিবারই মৃত্যুর খবর জানিয়েছে। বুধবার মুম্বাইয়ের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 
‘ঝঙ্কার বিটস’, ‘চামেলি’, ‘হাজারো খোয়াইশেঁ অ্যায়সি’, ‘বো বারাকস ফরএভার’, ‘পেয়ার কা সাইড এফেক্টস’-র মতো চলচ্চিত্রের প্রযোজক তিনি। 
মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সদস্যও ছিলেন প্রীতীশ নন্দী। তাঁর বয়স হয়েছিল ৭৩।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন