গণসংগঠনসমূহ ও ট্রেড ইউনিয়ন গুলির সমন্বয় কমিটির আহ্বানে জলপাইগুড়িতে যুদ্ধ বিরোধী শান্তি মিছিল সংগঠিত হয়। সোমবার কর্মচারী ভবন বাবু পাড়ার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে বড় পোস্ট অফিস মোড়ের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বানীব্রত সাহা, প্রদীপ কর্মকার, গণ আন্দোলনের নেতৃত্ব পীযুষ মিশ্র, মহিলা নেত্রী পার্না নাগ চক্রবর্তী, যুবনেতা দেবরাজ বর্মন, ছাত্রনেতা অর্ণব সরকার সহ নেতৃবৃন্দ। মিছিলে ভারতের উপর মার্কিনী আগ্রাসন, প্যালেস্তাইনের মানুষদের ওপর ইজরায়েলের আক্রমণকে ধিক্কার জানিয়ে সাম্রাজ্যবাদের বিরোধিতায় যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে স্লোগান ওঠে।
যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক শান্তি সংহতি দিবসে বামফ্রন্টের পক্ষ থেকে সোমবার বিকেলে বীরভূম জেলার সিউড়ি, বোলপুর ও নলহাটিতে মিছিল ও পথসভা হয়। এদিন যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে গাজা ভুখন্ডে লাগাতার আমেরিকার মদতপুষ্ট ইজরায়েলের হামলার প্রতিবাদে সিপিআই(এম) বীরভূম জেলা কমিটির উদ্যোগে এলাকার শান্তিপ্রিয় মানুষ মিছিলে যোগদেন সিউড়ি শহরে।
এছাড়াও যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে পার্টির উদ্যোগে এদিন বিকেলে একটি প্রতিবাদ মিছিল হয় বোলপুর শহরে। মিছিল শুরু হয় বোলপুর হাইস্কুল থেকে। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) জেলা সম্পাদক গৌতম ঘোষ। পরে সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় সেই স্থানে।
যুদ্ধের বিরুদ্ধে নলহাটি বামফ্রন্টের পক্ষ থেকে একটি মিছিল হয় নলহাটি শহরে। মিছিল শুরু হয় নলহাটি চিলড্রেন পার্কের সামনে থেকে। পরে সারা শহর মিছিল পরিক্রমা করে শেষ হয় নলহাটি রেলস্টেশন সংলগ্ন স্থানে।
‘যুদ্ধনয়—শান্ত চাই : ধ্বংস নয় জীবন চাই’ এই স্লোগানকে সামনে রেখে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোন’ এই আহ্বান জানানো হলো শিলিগুড়িতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবসের মিছিল থেকে। সোমবার বিকেলে শিলিগুড়িতে বাঘাযতীন পার্কের সামনে থেকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উপলক্ষ্যে বামপন্থী দল ও সংগঠন সমূহের উদ্যোগে মিছিল বের করা হয়। বাঘাযতীন পার্কের সামনে থেকে অসংখ্য মানুষ মিছিলে সামিল হন। বাঘাযতীন পার্কের সামনে থেকে মিছিলটি বেরিয়ে কোর্টমোড়, হাসপাতাল মোড়, হাসমিচক হয়ে হিলকার্ট রোড ধরে এগিয়ে যায়। সেবক মোড় পার করে মিছিলের সমাপ্তি হয় এয়ারভিউ মোড়ে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন প্রবীন সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক সহ বামপন্থী দল সমূহের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী, শান্তি ও সংহতি দিবস পালিত হলো দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্থানে। সোমবার বিকেলে বালুরঘাটে বাচ্চা মুন্সী ভবন থেকে সিপিআই(এম) বালুরঘাট এরিয়া কমিটির উদ্যোগে মিছিল শুরু হয়ে বালুরঘাটের বিভিন্ন রাস্তা অতিক্রম করে। বালুরঘাটে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক নন্দলাল হাজরা, কল্যাণ দাস, অনিমেষ চক্রবর্তী প্রমুখ।
মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হবার পাশাপাশি মার্কিন মদতে ইজরায়েলের সেনা বাহিনীর গাজা গণহত্যা বন্ধ করা, বিশ্বজুড়ে ভারতের অবাধ বাণিজ্য নীতির ওপর ট্রাম্পের দাদাগিরি রুখে দেওয়ার দাবি সহ ভারতের ওপর একতরফা ৫০শতাংশ শুল্ক চাপানোর বিরুদ্ধে সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সোমবার কোচবিহার শহরে যুদ্ধের বিরুদ্ধে শান্তি ও সংহতি মিছিল করলো বামপন্থী দল সমূহ। এদিন শহরের সুনীতি রোডের পার্শ্ববর্তী ব্রাক্ষ্ম মন্দির কমপ্লেক্স চত্বর থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, প্রবীণ সিপিএ(এম) নেতা তারিণী রায়, অখিল প্রামানিক, মহানন্দ সাহা সহ নেতৃবৃন্দ।
Comments :0