যেই পুজো কমিটি গুলো গতবারের অনুদানের খরচের হিসাব দিতে পারবে, তারাই এবার অনুদান পাবে। পুজো কমিটি গুলোকে দেওয়া সরকারের অনুদান মামলায় এমনটাই জানালো কলকাতা হাই কোর্ট।
সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি সুজয় পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ৪৮ ঘণ্টার মধ্যে অনুদান পাওয়া কমিটি গুলোকে হিসাব দাখিল করতে হবে। এদিন শুনানিতে আদালত স্পষ্ট করে দিয়েছে হিসাব দিলেই পাওয়া যাবে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান।
High Court
অনুদান পেতে গেলে দিতে হবে হিসাব : হাই কোর্ট

×
Comments :0