গত ৩জুন আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের জন্য আইপিএলের শিরোপা জিতেছিল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। সেই উপলক্ষ্যেই গত ৪জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ট্রফি উদযাপনের অনুষ্ঠানের জন্য সমাগম হয়েছিল কয়েক লক্ষ বেঙ্গালুরু সমর্থকদের। সেই সময়ই ঘটে সেই দুর্ঘটনা। মাঠের ভিতর যখন বিরাটরা ট্রফি নিয়ে উদযাপন করছিলেন।ঠিক তখনই মাঠের বাইরে সমর্থকদের আনন্দ উদ্দীপনায় পদপিষ্ট হয়ে প্রাণ হারান প্রায় ১১জন সমর্থক। এবার প্রায় ৩মাস পর এই নিহতদের পরিবারদের প্রত্যেককে ২৫লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল আরসিবি। নিজেদের সমাজমাধ্যমে আরসিবি জানিয়েছে ' ৪জুন আমাদের সকলেরই হৃদয়ভঙ্গ হয়েছিল। আমরা সেদিন আমাদের পরিবারের ১১জন সদস্যকে হারিয়েছিলাম। তারা আমাদের অংশ ছিলেন , আমাদের শহর ও দলকে আরো সমৃদ্ধ করেছিলেন তারা সকলেই। তাদের অনুপস্থতিতে তাদের স্মৃতি আমাদের সকলের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে '। এর সঙ্গে সঙ্গে তারা এও জানিয়েছে ' এটি শুধু আর্থিক সাহায্যই নয় , বরং তাদের প্রতি আমাদের সহানুভূতি , যত্ন এবং একাত্মতার প্রতিজ্ঞা রক্ষা করা '। ৪জুন ১১জন সমর্থকদের নিহত হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ৫০ জন সমর্থক আহত হয়েছিলে | ২০০৮ থেকে ২০২৫পর্যন্ত এই ১৭বছরে প্রথমবার এই শিরোপা জিতেছিল বেঙ্গালুরু দল। সেই আবেগেরই বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছিল চিন্নাস্বামীর বাইরে ৪জুন। তবে এইদিনই এই অপ্রীতিকর দুর্ঘটনাটি ঘটে গেছিল। যা হতবাক করে দিয়েছিল গোটা দেশকেই।
ROYAL CHALLENGERS BENGALURU
নিহতদের পরিবারদের আর্থিক সাহায্যের ঘোষণা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

×
Comments :0