শনিবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজ দল রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়। শনিবার এই কথা ঘোষণা করলেন রাহুল। এই বছর আইপিএলের আগেই তাকে কোচের দায়িত্ব দিয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলে এই বছর তার কোচিংয়ে ভালো ফলাফল করতে ব্যার্থ হয় রাজস্থান। ৮ম্যাচে ১৪পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে শেষ করেছিল তারা। শনিবার রাজস্থান রয়্যালসের তরফ থেকে বিভিন্ন সমাজমাধ্যমে এই খবরটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে তারা একথাও জানান যে , তাকে দলের তরফ থেকে আরো বৃহৎ পদের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করতে রাজি হননি। দলের সমস্ত সদস্য , খেলোয়াড় এবং সমর্থকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
RAHUL DRAVID RETIRES FROM RAJASTHAN ROYALS COACHING
রাজস্থান রয়্যালসের কোচের পদ ছাড়লেন রাহুল দ্রাবিড়

×
Comments :0