Rhino

বন্যায় বিপর্যস্ত এলাকায় রাতভর গন্ডারের তাণ্ডব

জেলা

শনিবার রাতভর ও রবিবার সকালে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে। তিস্তা, তোর্সা-সহ একাধিক নদীর জল ফুঁসছে, যার ফলস্বরূপ জলের তলায় জলদাপাড়া জাতীয় উদ্যান। ​এই পরিস্থিতিতেই তোর্সার প্রবল জলস্রোতে ভেসে আসতে দেখা যায় একটি গন্ডারকে। দীর্ঘক্ষণ প্রাণপণে বাঁচার চেষ্টা করার পর সেটি আলিপুরদুয়ারের সোনাপুর সংলগ্ন পাতলা খাওয়ার দিকে ভেসে যায়। রাতের দিকে নদীর জল কিছুটা কমলে গন্ডারটি সোনাপুরের পাতলা খাওয়ার খাগড়িবাড়ি এলাকায় উঠে আসে এবং রাতভর তাণ্ডব চালায়।
​একদিকে যখন বন্যার জলে জনজীবন বিপর্যস্ত, ঘর-বাসস্থান হারিয়ে মানুষ হাহাকার করছে, ঠিক তখনই বন্যার জলে ভেসে আসা এই গন্ডারের তাণ্ডব স্থানীয়দের কাছে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাণ বাঁচাতে লোকালয়ের মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন। এই ঘটনা বিপর্যস্ত এলাকার মানুষের কাছে 'গোদের ওপর বিষফোঁড়া'-র মতোই।

Comments :0

Login to leave a comment