SFI

মেদিনীপুরের একাধিক কলেজে থ্রেট কালচার চালাচ্ছে তৃণমূল : এসএফআই

রাজ্য

গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে থ্রেট সিন্ডিকেট চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। হাইকোর্টের রায় দিয়েছে রাজ্যের সমস্ত কলেজে ক্যাম্পাসে ইউনিয়ন রুম বন্ধ করার। সেই নির্দেশকেও অমান্য করে চলছে ইউনিয়ন রুম অবৈধ কাজ। কেশপুর কলেজেপিংলা কলেজগরবেতা কলেজঘাটাল কলেজে একাধিক দুর্নীতি ঘটনা রয়েছে। যা সরাসরি তৃণমূলের মদতে হচ্ছে। শুক্রবার এসএফআইয়ের রাজ্য সদর দপ্তর দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলো এসএফআই নেতৃত্ব। এদিনের সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য নেতৃত্বের পাশাপাশি ছিল পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্ব।

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘এর আগের একাধিক কলেজে ক্রাইম সিন্ডিকেট ঘটনার ফাঁস করেছে এসএফআই। অনেক কলজের গেটে পৌঁছেছে এসএফআই। প্রায় রোজ একাধিক কলেজে গেটে পৌঁছেছে তারা। কলেজে ইলেকশন হলে গণতান্ত্রিক উপায়ে ছাত্রদের ভোট  জয় লাভ করে ছাত্র সংসদ চালাবে এসএফআই।’’ 

এসএফআইয়ের রাজ্য নেতৃত্বের কথায়, প্রায় সাড়ে ৩ লক্ষ ফ্রম জমা পড়েছে স্নাতক স্তরে কলেজে ভর্তির জন্য। ছাত্র সংগঠনের আশঙ্কা ছিল উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার পর প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেলও এখনও কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হলো না। অনেক ছাত্র ছাত্রী বেসরকারি প্রতিষ্ঠানে বেশি টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চাইছে রাজ্য সরকার। বিজেপি যে জাতীয় শিক্ষা নীতি ২০২০ লাগু করেছে সেই একই মডেল লাগু করেছে রাজ্য সরকার। 

এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব বলে, ঘাটাল কলেজে তৃণমূলের নেতা জাল রশিদ দিয়ে টাকা লুঠ করেছে তৃণমূলের নেতা। ছাত্রছাত্রীদের থেকে ১৫০০ টাকা করে নেওয়া হয়েছে। ছাত্রীরা প্রতিবাদ করতে গেলে তাদের সাথে শ্রীলতাহানি করার থ্রেট দেওয়া হয়। বলা হয় মিথ্যা মামলা করা হবে। গভর্নিং বডিতে থেকে এই দুর্নীতি চক্র চলছে।

 

 

Comments :0

Login to leave a comment