Saif Ali Khan

রাতে ডাকাতির চেষ্টা, ছুরির আঘাত, অপারেশন চলছে অভিনেতা সইফ খানের

জাতীয়

হিন্দি ছবির অভিনেতা সাইফ খান গুরুতর আহত ছুরির আঘাতে। গভীর রাতে তার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন তিনি। 
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অপারেশন চলছে অভিনেতার। মেরুদন্ডের কাছেই ছয়বার আঘাত করা হয়েছে তাঁর শরীরে। 
লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে নিউরোসার্জারি হয়ে গিয়েছে। এখন প্লাস্টিক সার্জারি চলছে। 
অভিনেতা সাইফ আলি খান এবং তার স্ত্রী কারিনা কাপুর খানের সহযোগীরা ধৈর্য ধরতে বলেছেন। তারা জানিয়েছেন চিকিৎসকরা তাঁদের দায়িত্ব পালন করছেন। পুলিশও তদন্ত করছে। 
পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়েছে যে বৃহস্পতিবার ভোররাতে সইফের বান্দার ফ্ল্যাটে এক অপরিচিত ঢুকে পড়ে। তার পরিচারিকার সঙ্গে বাদানুবাদের আওয়াজ শুনে অভিনেতা ঘর থেকে বের হন। সে সময়ে গোলমাল ও বেঁধে যায়। তা থামাতে গেলে আঘাত করা হয় অভিনেতাকে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন