রবিবার সিরিজের ম্যানচেস্টার টেস্ট ড্র হয়েছে। সিরিজে এখনও ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আগামী সপ্তাহেই সিরিজের শেষ ম্যাচে ওভালে নামবে এই দুই দল। রবিবারের ম্যাচে এক অধিনায়োকোচিত ইনিংস খেলেন শুভমন গিল। করেন শতরান। একটি টেস্ট সিরিজে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ৭০০ রান করার রেকর্ড গড়েন গিল। তার আগে এই রেকর্ড গড়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও যশস্বী জয়সোয়াল। রবিবার ম্যানচেস্টারে ১০৩রান করেন গিল। সিরিজে অপাততো মোট ৭২২ রান করে ফেলেছেন শুভমন। এছাড়াও প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ৬৫০-র বেশি রান করার রেকর্ড গড়েন গিল। ১৯৭০\ ৭১ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ৮ইনিংসে মোট ৭৭৪ রান করেন। ২০২৪সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট সিরিজে ৭১২ রান করেন যশস্বী। সিরিজের শেষ ম্যাচে ওভালে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় গোটা ভারতবাসী ।
India vs England Test Series
ইংল্যান্ডে নয়া রেকর্ড গিলের

×
Comments :0