Tata's new chairman

টাটার নতুন চেয়ারম্যান নোয়েল টাটা

জাতীয়

নোয়েল টাটাকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল, তার সৎ ভাই রতন টাটার স্থলাভিষিক্ত হলেন তিনি। এই নিয়োগটি মুম্বাইতে অনুষ্ঠিত একটি বৈঠকে করা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে  তা সম্মত হয়েছে।

রতন টাটা, যিনি বহু বছর ধরে টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপের নেতৃত্ব দিয়েছেন, তার সন্তান ছিল না এবং ট্রাস্টে তার পদের জন্য কোনও উত্তরসূরির নাম দিয়ে যান নি। ফলে পরবর্তী পদাধিকারীর বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ডের বৈঠক হয়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন