tea garden

শ্রমিকের যন্ত্রনায় নজর নেই, চা বাগানে গোষ্ঠী সংঘর্ষে মত্ত তৃণমূল

জেলা

এলাকা দখলের রাজনৈতিক ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত জলপাইগুড়ির করলাভেলী চা বাগান ভাঙ্গা হলো পুলিশের গাড়ি।।

বাগানে কার দখলে থাকবে তা নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগান, বসানো হয়েছে পুলিশ পিকেটিং। জানা গেছে, ঘটনার সূত্রপাত বেশ কিছু দিন থেকে জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালী চা বাগানের তৃণমুলের বুথ সভাপতি বুলু সাহার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে তৃণমুলের জেলা সভানেত্রী মহুয়া গোপের অনুগত বলে পরিচিত এলাকার পঞ্চায়েত সদস্যের বাবা তৃণমূল নেতা মহেশ রাউটিয়া। ইতি মধ্যেই বুথ সভাপতি বুলু সাহার ওপর আক্রমণের মতো ঘটনা ঘটেছে, যা নিয়ে গত মঙ্গলবার বুলু সাহার পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এই প্রসঙ্গে ওপর গোষ্ঠী দ্বারা আক্রান্ত তৃণমুল কংগ্রেস দলের করলা ভ্যালী চা বাগানের একটি বুথের সভাপতি জানান, "থানায় অভিযোগ করার পর থেকে অত্যাচার বেড়ে গেছে।" বৃহস্পতিবার রাতে মহেশ রাউটিয়া দলবল নিয়ে তার বাড়িঘর ভাংচুর করে। প্রকাশ্যে বলতে থাকে আমি জেলা সভাপতি মহুয়া গোপের লোক,পুলিশ আমার সঙ্গে আছে।" পুলিশের গাড়িতেও ভাঙচুর চলে বলে জানা গেছে।
জানা গেছে দুই তরফের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনার পর শুক্রবার পুলিশ পিকেটিং বসানো হয়েছে চা বাগানে। শুক্রবার সারাদিন এলাকার পরিস্থিতি ছিল থমথমে। চা বাগানের শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। বাগানে ঢোকার মুখে কালভার্ট ভাঙ্গা দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো সত্বেও কাজ হয়নি। এই বাগানে শ্রমিকরা প্লাস্টিক টাঙিয়ে থাকেন। প্রশাসনের তরফে ঘরের ব্যবস্থা করা হয় না। নিজেদের খামতি দুর্বলতা ঢাকতে এলাকায় অশান্তির বাতাবরণ বজায় রেখে এলাকার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তৃণমূল বলে অভিযোগ জানান সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার।

 

 

 

 

Comments :0

Login to leave a comment