প্রতিবাদীদের ব্যঙ্গ করে এআই ভিডিও পোস্ট করছেন ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে নেই প্রধান সহকারী জেডি ভ্যান্স। দেখাচ্ছেন যে তিনি নিজেকে রাজাই মনে করেন। আমেরিকার প্রতিবাদীরা বলছেন যে তাঁদের কথা কতটা ঠিক বুঝিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি নিজেই।
সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছিল লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদের ছবি ২০১৭’র পুরনো। বিবিসি’র মতো সংবাদমাধ্যমও সোমবার জানিয়েছে যে পরীক্ষা করে দেখা যাচ্ছে একেবারে সাম্প্রতিক এই প্রতিবাদ।
স্বৈরাচারের বিরুদ্ধেই ফের বিক্ষোভ চলছে আমেরিকার প্রদেশে প্রদেশে। এদিকে আইনসভায় বিরোধীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে আর্থিক অনুমোদন বিল পাশ হয়নি। শাটডাউন চলছে ২০ দিন ধরে। সরকারি কর্মীদের ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন ট্রাম্প। এর মধ্যে রাজতন্ত্রের কায়দায় দেশশাসনে তুমুল ক্ষোভ।
প্রতিবাদীরা বলছেন, ‘রাজা’ হতে চান মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প। সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে বিক্ষোভ আমেরিকার সর্বস্তরের সাধারণ মানুষের। বিক্ষোভের আতঙ্ক ছড়াতেই কমিউনিজম ভীতি-কে ব্যবহার করছেন ট্রাম্প সমর্থকরা।
রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই বিরোধী পরিচালিত শহর ও প্রশাসনিক কার্যালয়গুলিতে আক্রমণ চালাতে থাকেন তিনি। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়া ও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত হানতেই, প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আমেরিকার গ্রাম থেকে শহর।
‘ আমেরিকায় কোন রাজার হুকুম চলবে না ‘ - স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। ১৮ তারিখকে ‘নো কিংস ডে‘ হিসাবে ঘোষণা করা হয়। এদিন আমেরিকার রাস্তায় প্রতিবাদে নামেন প্রায় ৫০ লক্ষ সাধারণ মানুষ। বামপন্থী দল, শ্রমিক সংগঠন সহ নাগরিক মঞ্চগুলি আন্দোলনে নেতৃত্ব দেয়।
ভ্যান্স সোশাল মিডিয়ায় এআই ভিডিও ছেড়েছেন। ট্রাম্প নিজেই নিজের মাথায় পড়ছেন মুকুট। বার করছেন তরবারি। আর ট্রান্পের পোস্টে নিজেকে দেখিয়েছেন বিমানে যাতে লেখা ‘কিং ট্রাম্প’। শস্তা এবং দাম্ভিক এই প্রচার ফের পড়েছে সমালোচনার মুখে।
King Trump
প্রতিবাদীদের ব্যঙ্গ করতে রাজাই সাজছেন ট্রাম্প, ক্ষোভ

×
Comments :0