মার্চেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। শনিবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও নদীয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু এখন ভ্যাপসা গরম থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২০, ২১, ২২ মার্চ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমবে।
weather
পারদ নামতে আরও দু’দিন, জানালো পূর্বাভাস

×
মন্তব্যসমূহ :0