আবহাওয়া পরিবর্তন হতে চলেছে আগামীকাল থেকে। তাপমাত্রা কমবে দক্ষিণের সব জেলায়। কিন্তু আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমোট গরমের পরিস্থিতি বজায় থাকছে। দুপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল হবে সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা, হুগলি, হাওড়া,নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সপ্তাহের শেষে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
weather
কাল থেকে আবহাওয়ার পরিবর্তন, কমবে তাপমাত্রাও

×
মন্তব্যসমূহ :0