Bus Jaisalmer

জয়শলমীরে বাসে আগুন, মৃত অন্তত ২০ যাত্রী

জাতীয়

বাসে আগুন লেগে যাওয়ায় অন্তত ২০ যাত্রীর মৃত্যু হয়েছে রাজস্থানের জয়শলমীরে। বাসটিতে ৫০-র বেশি যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার কিছু পরে বাসটিতে আগুন লাগে। তার আগে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। 
আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। জয়শলমীর-যোধপুর হাইওয়ে ধরে এই এসি বাসটিতে যাত্রীদের মধ্যে মহিলা এবং শিশুরা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Comments :0

Login to leave a comment