৬.৫ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম তামিলনাড়ুর ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে বলে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদাম্বরম। কংগ্রেস নেতা এক্সহ্যান্ডেলে পোস্ট করেছএন, ‘একদিকে বিহারে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে এসআইআরের নাম করে। অন্যদিকে তামিলনাড়ুর ভোটার তালিকায় ৬.৫ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম যুক্ত করা হচ্ছে। এই দুই কাজই অনৈতিক।’
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায় পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে তামিলনাড়ুতে এসেছেন কাজের জন্য। সেখানে কেন তালিকায় তাদের নাম তোলা হবে। তিনি বলেছেন, একজন ব্যাক্তির নাম ভোটার তালিকায় তখন তোলা হয় যখন তার স্থায়ী ঠিকানা থাকে। কেন এই রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা বিহার বা অন্য রাজ্য যেখানে তাদের আসল বাড়ি সেখানে যাবেন না নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে।
ডিএমকের পক্ষ থেকেও পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুর ভোটার চিহ্নিত করা নিয়ে আপত্তি করা হয়েছে। ডিএমকের পক্ষ থেকে দলের সম্পাদক দুরিয়ামুরুগান বলেছেন, ‘যার ভিন রাজ্য থেকে এই রাজ্যের কাজ করতে এসেছেন তারা আমাদের রাজ্যের অতিথি। তাদের নাম কি ভাবে ভোটার তালিকায় যুক্ত করা যেতে পারে? এর ফলে রাজ্য রাজনীতিতে প্রভাব পড়বে।’
চলতি বছর বিহার বিধানসভা নির্বাচন তার আগে সেই রাজ্যে এসআইআর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ পরিকল্পিত ভাবে প্রান্তিক গরীব মানুষ বিশেষ করে পরিজায়ী শ্রমিক এবং সংখ্যালঘুদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। কেরালা এবং তামিলনাড়ুতে বিশেষ সুবিধার জায়গায় নেই বিজেপি। পশ্চিমবঙ্গে বামপন্থীদের কোনঠাসা করতে তৃণমূলের সাথে তাল মিলিয়ে সাম্প্রদায়িক রাজনীতি চালিয়ে যাচ্ছেন তারা।
গত লোকসভা নির্বাচনে তামিলনাড়ু থেকে একটাও আসনে জয়ী হতে পারেনি বিজেপি। রাজনৈতিক মহলের জল্পনা অন্য রাজ্যের লোকেদের নাম ওই রাজ্যের ভোটার তালিকায় তুলে স্টালিন সরকারকে তারা বিপাকে ফেলতে চাইছে। এর আগে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একলাফে ভোটারের সংখ্যা বেড়ে গিয়েছিল যা নিয়ে বিতর্ক হয়। দেখা যায় সেখানে আপকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। গতকাল রাহুল গান্ধী অভিযোগ করেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছেন না। মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন নির্বাচনে কারচুপি সংক্রান্ত বিষয় তথ্য রয়েছে তার কাছে।
Tamilnadu
তামিলনাড়ুর ভোটার তালিকায় ভিন রাজ্যের ৬.৫ নাম যুক্ত করার অভিযোগ চিদাম্বরমের

×
Comments :0