ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (European Mediterranean Seismological Centre) জানিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পূর্ব কাশ্মীরে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভূমিকম্পটি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রাম থেকে ১৮ কিলোমিটার দূরে, এবং মাটির থেকে ৩০ কিলোমিটার গভীরে হয়েছে। কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের অন্যান্য অংশেও, যার মধ্যে রয়েছে রাজধানী দিল্লি এবং এর পার্শ্ববর্তী এলাকা।
earthquake jolts Kashmir
কাশ্মীরে ভূমিকম্প

×
Comments :0