পৌর নিযোগ দুর্নীতি মামলায় এবার তারাতলায় এক ব্যাবসায়ীর বাড়িতে হানা দিলি ইডি। বুধবার সকালে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ্য টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
পৌর নিযোগ দুর্নীতি মামলায় চলতি মাসের শুরু থেকেই বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় ইডি। মঙ্গলবার রাতেও বেশকিছু অভিযান চালায় তারা। সেখান থেকেই পাওয়া সূত্র ধরে তারা তারাতলার ওই ব্যাবসায়ীর বাড়িতে হানা দেয়। কিভাবে এত টাকা এলো তার বাড়িতে তা খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টর আধিকারিকরা। আদতেও তার সাথে পৌর নিযোগদুর্নীতির কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা।
তারাতলার পাশাপাশি এদিন বাগুইহাটিতেও তল্লাশি চালায় ইডি। এছাড়াও লেকটাউনের একটি গুদামেও তল্লাশি চালায়। সেখান থেকেও কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া গেছে।
দিনকয়েক আগেই এই দুর্নীতি মামলা সুত্রেই দমকলমন্ত্রী সুজিত বসের অফিসে ও তাঁর ছেলের রেস্তোরাতেও অভিযান চালায় ইডি। এমনকি দক্ষিণ দমদম পৌরসভার এক অধিকারিককেও এদিন তলব করে ইডি।
পৌর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার তারাতলা,বাগুইহাটি, লেকটাউন সহ একাধিক জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা।
তৃণমূল সরকারের আসার পরে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ শান্তনু ব্যানার্জির ‘বন্ধু’ অয়ন শীলের সংস্থাকেই পৌরসভার নিয়োগের ক্ষেত্রে থার্ড পার্টি এজেন্সি হিসাবে চিহ্নিত করেছিল সরকার। রাজ্যের অধিকাংশ পৌরসভায় নিয়োগের বরাত পেয়েছিল ধৃত প্রোমোটার অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। ২০১৩ সালের ১৬ জুলাই জন্ম হয় এই এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। এটা মূলত ডেটা প্রসেসিং সংস্থা। বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন দুজন, ধৃত অয়ন শীল ও তাঁর স্ত্রী কাকলি শীল। এই সংস্থার মাধ্যমেই পৌরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতো। ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে ওএমআর শিট ছাপানো, ওএমআর শিট মূল্যায়ন, নিয়োগপত্র দেওয়া পর্যন্ত সব প্রক্রিয়ার জন্য টেন্ডার পেত এই অয়ন শীলের সংস্থা।
ED RAIDS
পৌর নিযোগ দুর্নীতি, ফের উদ্ধার টাকার পাহাড়, গহনা
ফাইল ছবি
×
Comments :0