Bangladesh Emergency

বাংলাদেশে জরুরি অবস্থা ‘এখনও পর্যন্ত গুজব’, বলছেন আইন উপদেষ্টা

আন্তর্জাতিক

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। ছবি সংগ্রহ থেকে।

মীর আফরোজ জামান: ঢাকা

বাংলাদেশে জরুরি অবস্থা জারির সম্ভাবনাকে ‘গুজব’ বললেন আইন উপদেষ্টা। 
আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার বলেন, ‘‘সেনা প্রধান এবং প্রধান বিচারপতির মধ্যে সাক্ষাৎ হয়েছে বলে আমার জানা নেই । দুয়েকটি পত্রিকায় দেখেছি। বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে। এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। এখন পর্যন্ত অবশ্যই গুজব’।
কয়েকটি সংবাদমাধ্যম রবিবার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের খবর দেয়। তার পর থেকে জরুরি অবস্থা জারির গুঞ্জন ছড়িয়েছে।
এসব গুঞ্জনের মাঝেই সোমবার ঢাকা মহানগর পুলিশকে ‘অ্যালার্ট’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে। রমনা বিভাগের একটি থানার ওসি বলেন, ‘‘রবিবার ধানমণ্ডিতে আওয়ামি লিগ মিছিল করেছে, সেখানে ককটেল ফেটেছে। এছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় আওয়ামি লিগের লোকজন কোনো কিছু ঘটাতে পারে। সব মিলিয়ে আমাদের সতর্ক থাকতে বলেছে, টহল বাড়াতে বলা হয়েছে।’’
পুলিশকে কেন সতর্ক থাকতে বলা হয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ কমিশনার মহম্মদ তালেবুর রহমান বলেন, “আমরা সব সময়ই সতর্কতার সঙ্গে কাজ করছি। এটা তো নতুন কিছু না।’’
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুসের সঙ্গে আলাদা করে কথা বলেন। 
সেনা প্রধান বলেন, ‘‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’’

Comments :0

Login to leave a comment