Himachal Pradesh

উত্তর পশ্চিম ভারতে নেই বৃষ্টি কমার সম্ভাবনা

জাতীয়

বানে ভেসে গিয়েছে গোটা হোটেল, রয়েছে শুধুমাত্র একটি দেওয়াল। তীব্র বণ্যায় বিপর্যস্ত গোটা হিমাচল প্রদেশ। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। ভেসে গিয়েছে অসংখ্য বাড়ি, হোটেল। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে বণ্যায় গোটা হোটেল ভেসে গেলেও রয়েছে গিয়েছে একটি মাত্র দেওয়াল। সামনের দিকটা এখনও রয়েছে। শুধু হিমাচল নয়, গোটা উত্তর পশ্চিম ভারতেই এই একই চিত্র দেখা যাচ্ছে। এখনই পরিস্থিতির কোন বদল হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
মানালি অন্যতম বিখ্যাত হোটেল শের-ই-পাজ্ঞাব। সেই হোটেলের এই ছবি পর্যটকদের মনে দাগ কেটেছে। পর্যটক এবং স্থানীয়দের কাছে এই হোটেল অন্যতম প্রিয় ছিল বলে জানা গিয়েছে। 
চলতি বছর বণ্যার কারণে বিপর্যস্ত গোটা রাজ্য। রাজ্য প্রশাসন সূত্রে খবর ২০ জুন থেকে এখনও পর্যন্ত ৩১০ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চাম্বা, কাঙ্গারা এবং মান্ডিতে অতিভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর এখনও পর্যন্ত মান্ডিতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের, কাঙ্গারায় ৩০ জনের, কুলুতে ১৩ জনের, কিন্নাউরে ১৪ জনের এবং চাম্বায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২.৪৫ লক্ষ কোটি টাকার সম্পত্তির ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।    
প্রবল বৃষ্টির কারণে গোটা উত্তর পশ্চিম ভারতে বাড়ছে মৃতের সংখ্যা। একাধিক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ। বেহাল রাস্তার অবস্থা। ভারতীয় সেনা এবং বিপর্যয় মোকাবিলার দল চেষ্টা চালাচ্ছে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার।

Comments :0

Login to leave a comment